
২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর সেখানে বিজয় মিছিল করেন।
ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়, ইভিএম মেশিনে জালিয়াতি করা হয় এবং ভোটারদের ভোটগ্রহণে বাধা দেওয়া হয়। এসব অনিয়মের পরও নির্বাচন কমিশন শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে।
এ অবস্থায় নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ ইশরাক হোসেন মামলা করেন। আদালত পূর্ণাঙ্গ শুনানি শেষে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন।
মামলার আরজিতে ইশরাক হোসেন উল্লেখ করেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি মেয়র পদপ্রার্থী ছিলেন। তবে তার নির্বাচনী কর্মী ও এজেন্টদের মারধর করা হয়, যা সে সময় গণমাধ্যমে প্রকাশিত হয়। লিখিত অভিযোগ দেওয়ার পরও তা আমলে নেওয়া হয়নি, বরং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। নির্বাচনের দিন তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
মামলায় ইশরাক হোসেন আরও উল্লেখ করেন যে, ২০২০ সালের ৫ জানুয়ারি শেখ ফজলে নূর তাপস নির্বাচনী আইন লঙ্ঘন করে রঙিন পোস্টার লাগান। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগও দাখিল করেছিলেন। এরপর, ১২ জানুয়ারি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা ইশরাকের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেন এবং তাঁর প্রচারে ব্যবহৃত মাইক ভাঙচুর করেন।
এছাড়া, মামলার আরজিতে ইশরাক হোসেন দাবি করেন যে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলসহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়।
মামলার সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও আদালতে জমা দেওয়া হয়।