গাজীপুরে গণঅধিকার পরিষদের সহসভাপতি আব্দুর রহমানের ওপর দুর্বৃত্তের হামলা

গাজীপুরে গণঅধিকার পরিষদের সহসভাপতি আব্দুর রহমানের ওপর দুর্বৃত্তের হামলা

গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুর রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের হামলায় আব্দুর রহমানের পায়ের একটি নখ উঠে গেছে, পায়ের আঙুল থেঁতলে গেছে এবং মাথায় মারাত্মক আঘাত লেগেছে। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে।

মাজেদুর রশীদ আরও জানান, গণঅধিকার পরিষদ থেকে মনোনীত গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী আব্দুর রহমান রাতে বাসায় ফেরার পথে বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্বৃত্তরা তাঁকে অপহরণের চেষ্টা চালায়। তারা জোর করে একটি হায়েস গাড়িতে তাকে উঠানোর চেষ্টা করেছিল।

তিনি গাড়িতে উঠতে না চাইলে দুর্বৃত্তরা তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। একপর্যায়ে পুলিশের টহল গাড়ি দেখতে পেয়ে মাইক্রোবাস থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি দ্রুত গতিতে চলে যায়।

গণঅধিকার পরিষদের গাজীপুরের নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে আব্দুর রহমানকে হত্যার উদ্দেশ্যে চালানো হামলা বলে দাবি করেছেন। তারা অবিলম্বে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ আহত অবস্থায় গণঅধিকার পরিষদের নেতা আব্দুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *