
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী আব্দুল লতিফ জেপি’র সমর্থনে যুক্তরাজ্যের বার্মিংহামে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় যুক্তরাজ্যে বসবাসরত ওই সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ জেপি। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ মুজাহিদ তালুকদার। সভায় সভাপতিত্ব করেন ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সভাপতি কাজী আঙ্গুর মিয়া। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের মুর্শেদ আহমদ এবং বার্মিংহাম বিএনপির নেতা মনোয়ার হোসেন।
আব্দুল লতিফ জেপি যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, ওয়েস্ট মিডল্যান্ড শাখার সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সাবেক মেয়র আয়াস মিয়া, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাব উল্লাহ, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজ খাঁন, সাবেক সাধারণ সম্পাদক হোসেন মসুদ, যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল খালিক, বার্মিংহাম শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজর আহমেদসহ যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।