নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার বিকেলে নগরীর ডাক বাংলা মোড়ে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়টিতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের প্রধান ফটক, সাইনবোর্ড এবং ভেতরের আসবাবপত্র ভেঙে ফেলে।

বিক্ষোভ চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করেন, প্রশাসন ও জাতীয় পার্টি এক হয়ে নুরের ওপর হামলা চালিয়েছে।

সন্ধ্যার দিকে গণঅধিকার পরিষদের খুলনা জেলা ও নগরীর নেতাকর্মীরা নগরীর গুরুত্বপূর্ণ ফেরিঘাট মোড় অবরোধ করে। এতে ৬টি রাস্তা বন্ধ হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই অবরোধ থেকে তারা হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, নুরুল হক নুর ও তাদের ওপর হামলা গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা আরও অভিযোগ করেন, গণমাধ্যমে হামলার দৃশ্য প্রকাশ পেলেও সেনাবাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে কোনো দুঃখপ্রকাশ বা আশ্বাস পাওয়া যায়নি।

গণঅধিকার পরিষদের খুলনা মহানগরীর নেতা এস কে রাশেদ বলেন, নুরুল হক নুরের ওপর হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না, তাই তাকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *