রাজরাজেশ্বরে বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

রাজরাজেশ্বরে বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বলাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবর।

এ সময় তিনি বলেন, বিএনপিকে ভালোবেসে শুধু ধানের শীষে ভোট দিলেই হবে না বরং আপনারা যদি বিএনপি’র এই সদস্য নবায়ন করেন তাহলে তারেক রহমান সহ বিএনপি’র সকলে আপনাদের নাম জানবে এবং আপনাদের পরিচিতি পাবে।

তিনি আরো বলেন, বর্তমানে একটি গোষ্ঠী তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে সদস্য বানাচ্ছে তারা ইসলামের লেবাস ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ জালাল মিশন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির দফতর সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, আইন বিষযক সম্পাদক জেলা জজ আদালতের পিপি ও সমন্বয়কারী অ্যাড. কুহিনূর রশিদ, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, চাঁদপুর জেলা যুবদলের সাধারন সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ। রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম চোকদার এর পরিচালনায় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ হান্নান মিজি, যুগ্ম আহ্বায় মোঃ শাহ আলম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মাঝি, সিনয়র যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বন্ধুকশি, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়া, ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সোহেল ঢালী, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজি ১,২,ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *