
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর বিনামূল্যে খাবার কর্মসূচির আওতায় দেওয়া খাবার খেয়ে পশ্চিম বেংকুলু প্রদেশে প্রায় ৪০০ শিশু অসুস্থ হয়ে পড়েছে। এটি প্রাবোওর এই কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সবচেয়ে বড় গণখাদ্য বিষক্রিয়ার ঘটনা। এই ঘটনার পর কর্তৃপক্ষ একটি তদন্ত শুরু করেছে।
বুধবার যখন এই গণ অসুস্থতার খবর আসে, তখন রাষ্ট্রপতি প্রাবোও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে চীনের বেইজিংয়ে ছিলেন। বেংকুলু প্রদেশের ভাইস গভর্নর মিয়ান জানিয়েছেন, অসুস্থতার কারণ খুঁজে বের করতে একটি তদন্ত দল কাজ শুরু করেছে। তিনি বলেন, “যে রান্নাঘর থেকে এই খাবার সরবরাহ করা হয়েছিল, তার কার্যক্রম আমরা সাময়িকভাবে বন্ধ রাখছি।”
জাতীয় পুষ্টি সংস্থার প্রধান দাদান হিন্দায়ানা রয়টার্সকে জানিয়েছেন যে, প্রশ্নবিদ্ধ রান্নাঘরটি সম্প্রতি কাজ শুরু করেছে। তিনি কর্মীদের খাবারের নমুনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন।
রাষ্ট্রপতি প্রাবোও এই বছরের জানুয়ারিতে বিনামূল্যে খাবার কর্মসূচিটি চালু করেছিলেন। এটি দ্রুত প্রসারিত হয়েছে এবং বর্তমানে ২০ মিলিয়নেরও বেশি গ্রাহকের কাছে পৌঁছেছে। কর্তৃপক্ষ এই বছরের শেষ নাগাদ এই সংখ্যা ৮৩ মিলিয়নে নিয়ে যেতে চায়। এই কর্মসূচির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৭১ ট্রিলিয়ন রুপি ($১০.৫২ বিলিয়ন)।
এর আগেও এই কর্মসূচির আওতায় দেওয়া খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। গত মাসে মধ্য জাভায় এই খাবার খেয়ে ৩৬৫ জন অসুস্থ হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্বল স্যানিটেশনের কারণে এই ঘটনা ঘটেছিল। বেংকুলুতে এবার পেটে ব্যথার অভিযোগ নিয়ে ৪ থেকে ১২ বছর বয়সী শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।