
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরে দলটির দুই পক্ষের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির একটি পক্ষ বুধবার পৌর এলাকার দলীয় কার্যালয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু দলটির আরেকটি পক্ষ, যারা মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির বিরোধিতা করছে, একই স্থানে আলাদা অনুষ্ঠানের ঘোষণা দেয়। তারা বর্তমান কমিটির নেতাদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার হুমকি দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এই বিরোধের সূত্রপাত মূলত গত ২৫ আগস্ট থেকে, যখন জেলা বিএনপি ১৫টি ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয়। এ সময় কমিটি গঠনে অনিয়ম এবং তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য দলের কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং ঝাড়ু মিছিলের মতো কর্মসূচি পালন করেন। তারা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণও দাবি করেন।
এই পরিস্থিতিতে প্রশাসন পৌর এলাকায় কঠোর নজরদারি বজায় রেখেছে এবং সংঘর্ষ এড়াতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।