
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম ও নির্ভরযোগ্য বন্ধু। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে আইএলও কর্মকাণ্ড বিষয়ক জাপানিজ পার্লামেন্টারিয়ান লীগের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়, বিশেষ করে জাপানে দক্ষ কর্মী প্রেরণ নিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ওইসিডিভুক্ত দেশগুলোর মধ্যে জাপানই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বর্তমানে প্রতিবছর প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বলেও তিনি জানান।
ড. আসিফ নজরুল আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক একটি জাতীয় স্টিয়ারিং কমিটি রয়েছে, যেখানে ১৩টি মন্ত্রণালয় সম্পৃক্ত।
তিনি জানান, জাপানের শ্রমবাজারের চাহিদা পূরণে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় তিনি ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ঢাকায় জাপান ফাউন্ডেশন অফিস স্থাপন, বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোতে জাইকার সহায়তায় জাপানি প্রশিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিছি, দ্য কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের সেক্রেটারি জেনারেল ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্য মিসিহিরো ইশিবাসি এবং জাপানি প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা।