
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয়দফা দাবিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আবারও রেলপথ অবরোধ করেছে। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে বসে ছয়দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী জানান, তাদের লক্ষ্য হল দাবিগুলো বাস্তবায়ন করা এবং শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিকার পাওয়া।
উল্লেখ্য, গত রোববার (৩১ আগস্ট) একাডেমিক কাউন্সিলের সভাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা শিক্ষককে বাধাগ্রস্ত করেছিল। সেই রাতেই বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং শিক্ষকদের সভা স্থান থেকে বের হতে হয়। এরপর বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণা দেওয়া হলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়।