চবিতে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে তৎপর সরকার, ১৪৪ ধারা জারি

চবিতে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে তৎপর সরকার, ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চলমান সংঘাত নিয়ন্ত্রণে আনতে সরকার রাত থেকেই তৎপর। পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সংঘর্ষের খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও গ্রামবাসীর বাধার মুখে তারা তাৎক্ষণিকভাবে সেখানে প্রবেশ করতে পারেনি। তবে পরবর্তীতে অতিরিক্ত ফোর্স নিয়ে তারা এলাকায় প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। চবি ছাত্রনেতাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এখনও উভয় পক্ষের মধ্যে সংঘাত চলছে।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে এবং এই সংঘর্ষের সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *