সালাহউদ্দিন আহমেদের হুঁশিয়ারি: ‘নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই’

সালাহউদ্দিন আহমেদের হুঁশিয়ারি: 'নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই'

একমাত্র আল্লাহ ছাড়া আগামী নির্বাচন ঠেকানোর ক্ষমতা আর কারও নেই। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেছেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ আটকাতে পারবে না।

তিনি আরও বলেন, যারা পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি নিয়ে ভিন্ন উদ্দেশ্যে কথা বলছেন বা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছেন, তাদের আমরা সতর্ক করে দিতে চাই। সালাহউদ্দিন বলেন, আমরা গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে রক্ত দিয়েছি। তাই এই গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি সবসময়ই ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’-এর রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের উদ্দেশ্য হলো সবার আগে বাংলাদেশ, এবং এই দেশে আমাদের কোনো প্রভু থাকবে না।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *