স্টাফ রিপোর্টার

চাঁদপুরে দুষ্কৃতিকারীদের হাতে তাঁতী দলের ব্যানার ফেস্টুন ভাঙচুর করায় বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন চাঁদপুর জেলা তাঁতী দলের নেতৃবৃন্দ।
২৯ আগস্ট শুক্রবার রাতের আধারে কে বা কাহারা লক্ষীপুর ইউনিয়নে কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়কের নিজ বাড়ির সামনে, হরিনা চৌরাস্তা ও চান্দ্রা বাজারসহ বেশ কয়েকটি স্থানে তারেক রহমানের ৩১ দফা ও তার বক্তব্যের কিছু অংশের লেখা ব্যানার ছিড়ে ফেলে। এঘটনায় দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে তাঁতী দল নেতা শাহাদাত গাজীর নেতৃত্বে শনিবার দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন।
এসময় উপস্থিত ছিলেন মনির পাটোয়ারী, গাজী মোঃ শাহাদাত হোসেন, মোঃ শিহাব সুমন, মুনসুর বেপারী, সবুজ ভুইয়া, আলমগীর গাজী, লিটন, রাসেল শেখ, টিপু ভূইয়া, ইদ্রিস বেপারী, সুলতান মাঝি, মনির গাজী, মোহাম্মদ, সেলিম চকিদার সেলিম শেখ, রফিক গাজীসহ আরো অনেকে।
এঘটনায় কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেছেন, তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা ৩১ দফার প্রচার করছি। তাঁতী দলের কর্মীরা সেই তথ্য ব্যানের মাধ্যমে প্রচার করছে। যারা এই ব্যানার ছিড়েছে আমি তাদেরকে বলতে চাই আমি এমপি হতে চাইনা। সারা বাংলাদেশে তাঁতীদলকে সুসংগঠিত করাই আমার ভিশন।