রোমানিয়ায় বাংলাদেশি ডেলিভারি কর্মীর ওপর হামলা

রোমানিয়ায় বাংলাদেশি ডেলিভারি কর্মীর ওপর হামলা

রোমানিয়ার বুখারেস্টে এক বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে। হামলাকারী তাকে বিদেশি হিসেবে আখ্যায়িত করে আক্রমণ চালায়। ঘটনার পর রোমানিয়ার পুলিশ অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

ঘটনার সময় ভুক্তভোগীর নাম ইসমাইল হোসেন। হামলাকারীর নাম কসমিন তুদোরান, বয়স ২০ বছর। এই হামলা ২৬ আগস্ট রাতে বুখারেস্টের সেক্টর-২ এর কোলেন্তিনা এলাকায় ঘটেছে। রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস ঘটনাটি নিশ্চিত করেছে এবং প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভুক্তভোগীকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আন্দ্রে জিয়ানু ছুটিতে থাকা সত্ত্বেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করেন। পরে অভিযুক্তকে ৩০ দিনের জন্য প্রাথমিকভাবে আটকাদেশ দেওয়া হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কসমিন তুদোরান ডেলিভারি কর্মীকে “আক্রমণকারী” এবং “নিজের দেশে ফিরে যাও” বলে চিৎকার করছিল। পরে গ্রেপ্তারকালে অভিযুক্ত তার কৃতকর্ম স্বীকার করে এবং বলেছিল, “আমার খারাপ লেগেছে, আমি ভাবিনি কেউ আমাকে দেখবে।”

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর দান ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “কেবল ভিন্ন দেশে জন্ম নেওয়ার কারণে কাউকে আঘাত করা বা অপমান করা অগ্রহণযোগ্য। বিদেশিবিদ্বেষী হামলা আমাদের সমাজের মৌলিক মূল্যবোধের ওপর আঘাত।”

হামলাকারীর সামাজিকমাধ্যম প্রোফাইলে ফ্যাসিবাদী প্রতীক, বিতর্কিত ভিডিও এবং নাজি চিহ্ন ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এই ঘটনার ভিডিও এবং ছবির পরে রোমানিয়ার সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পুলিশ কর্মকর্তা আন্দ্রে জিয়ানুকে ধন্যবাদ জানিয়েছেন।

একইসঙ্গে রাজনৈতিক দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আওয়ার (AUR) দলের সংসদ সদস্য দান তানাসার সাম্প্রতিক উসকানিমূলক মন্তব্যকে অনেকেই এই ঘটনার পেছনের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *