উদারপন্থা সরিয়ে উগ্রবাদ আনার চেষ্টা চলছে, শঙ্কা বিএনপি মহাসচিবের

উদারপন্থা সরিয়ে উগ্রবাদ আনার চেষ্টা চলছে, শঙ্কা বিএনপি মহাসচিবের

দেশে উদারপন্থার রাজনীতি সরিয়ে ‘উগ্রবাদী’ ধারা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বইটির লেখক সৈয়দা ফাতেমা সালাম, প্রকাশ করেছে ইতি প্রকাশন।

উদারপন্থা সরিয়ে উগ্রবাদ আনার চেষ্টা চলছে, শঙ্কা বিএনপি মহাসচিবের

মির্জা ফখরুল বলেন, “মনে রাখতে হবে, দেশে একটি চক্রান্ত চলছে। সেটি হলো—মধ্যপন্থা ও উদারপন্থার রাজনীতি সরিয়ে চরমপন্থা ও উগ্রবাদকে প্রতিষ্ঠা করা। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। তাই গণতান্ত্রিক ও উদারপন্থার রাজনীতি টিকিয়ে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে। মানুষ আজ প্রশ্ন করছে—“নির্বাচন হবে তো?” এই অনিশ্চয়তা জনগণের মাঝে হতাশা তৈরি করছে।

তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচন অবশ্যই হবে, এবং ঘোষিত সময়েই হবে। এর কোনো বিকল্প নেই। যদি নির্বাচন না হয়, তাহলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, ভেতরে ও বাইরে থেকে অনেকেই ফ্যাসিবাদী রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। এজন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন জরুরি। তিনি বলেন, “শুধু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা অর্জন করতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *