
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য দেন তিনি।
সিইসি বলেন, “আগে বহু নির্বাচন হয়েছে, কিন্তু এখন নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যম ভবিষ্যতে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই নির্বাচনি প্রক্রিয়ায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার সতর্ক থাকা জরুরি।”
তিনি সতর্ক করে বলেন, “যদি যোগাযোগে বিঘ্ন ঘটে, পুরো নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখতে হবে। আইন-কানুনের বাইরে যাওয়ার সুযোগ নেই।”
এদিন একই কর্মশালায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে।
তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, কর্মকর্তাদেরও এর দায়ভার নিতে হবে। জীবন ঝুঁকিতে পড়লেও কোনো ধরনের অনিয়ম, কারসাজি বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না।”
আনোয়ারুল ইসলাম আরও বলেন, “সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া কোনো বিকল্প নেই।”