চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি

২৬ আগস্ট রোজ মঙ্গলবার সকাল দশটায় হাইমচর উপজেলা মডেল মসজিদের ইমাম প্রশিক্ষণ সেন্টারে ইসলামিক ফাউণ্ডেশন কতৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোদ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কর্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের আগস্ট মাসের ক্লাস্টার ট্রেনিং ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপারভাইজার জনাব মুহাম্মদ জুলফিকার হাসান মুরাদ। ক্লাস্টার ট্রেনিং পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হক ফারুকী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক জনাব মোহাম্মদ সেলিম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, ফিল্ড অফিসার চাঁদপুরে জেলা কার্যালয়। আর-ও বক্তব্য রাখেন সিনিয়র ফিল্ড সুপার ভাইজার (রাজস্ব) শেখ মোহাম্মদ হানিফ। ফিল্ড সুপার ভাইজার ও জেলা স্টোর কিপার জনাব মোহাম্মদ সালাউদ্দিন। কম্পিউটার কাম অফিস সহকারী জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভায় ইসলামিক ফাউণ্ডেশন ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে রাস্ট্রিয় ভাবে গুরুত্বপূর্ণ বিষয় গুলো আলোচনা করা হয়। পরে উপস্থিত সকল শিক্ষক ও কর্মকর্তা কে নিয়ে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র হাইমচর এর পেশ ইমাম আবু জাফর মোহাম্মদ সালেহ( জুলফিকার) ।