
তরুণদের রাষ্ট্রীয় সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫ (National Policy Competition 2025)। দেশের ৯টি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।
প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে শিক্ষার্থীরা তাঁদের ধারণাপত্র জমা দেবে। এরপর মানদণ্ড অনুযায়ী নির্বাচিতরা দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ নীতিপত্র তৈরি করবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা নীতিপত্র উপস্থাপন করবে। বিজয়ীদের প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারি পর্যায়ে বিবেচনায় নেওয়া হবে।
এই প্রতিযোগিতায় আলোচনার জন্য যেসব বিষয় নির্ধারণ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য—
- রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ ও গণতন্ত্রের ভবিষ্যৎ
- গুজব প্রতিরোধে তরুণদের করণীয় ও বৈশ্বিক ভাবমূর্তি
- দক্ষিণ এশিয়ায় শান্তি ও সাংস্কৃতিক সংযোগে তরুণদের ভূমিকা
- এলডিসি থেকে উত্তরণে সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলা
- জুলাই-পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি
- সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনে করণীয়
- নতুন বাংলাদেশ নির্মাণে শিক্ষা ও দক্ষতার রূপান্তর
- সাংবিধানিক পুনর্গঠন ও তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ
- চতুর্থ শিল্পবিপ্লব ও উদ্ভাবনী সম্ভাবনা
- কৃষি, নদী ও উন্নয়নের গতিপথ
যুব মন্ত্রণালয়ের মতে, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে তরুণদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁদের গবেষণা, উদ্ভাবনী চিন্তাধারা ও দূরদর্শিতা জাতীয় উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে।