
২৬ আগস্ট ২০২৫ খ্রিঃ দুপুর ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা, মহোদয়ের সভাপতিত্বে হযরত শাহপরাণ (রহঃ) এঁর বাৎসরিক পবিত্র উরুস মোবারক আগামী ২৮ ও ২৯ আগস্ট ২০২৫খ্রিঃ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাজারের পবিত্রতা রক্ষা, অনৈসলামিক কার্যক্রম বন্ধ করা, জিয়ারতের পরিবেশ সৃষ্টি করাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাজারে যাতে কোনো অনৈসলামিক কার্যকলাপ না হয় সে বিষয়টি মনিটর করার জন্য পুলিশ কমিশনার মহোদয়কে সভাপতি করে একটি তদারকি কমিটি গঠন করা হয়।
সভায় মান্যবর পুলিশ কমিশনার মহোদয় বলেন, পবিত্র উরুস মোবারক চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান, অশ্লীলতা বা অনৈসলামিক কোনো কার্যকলাপ না ঘটে—এ বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করার জন্য একটি সম্মিলিত তদারকি কমিটি গঠন করা হয়েছে।
প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত তদারকি কমিটির সদস্যবৃন্দ। তদারকি কমিটির সদ্যবৃন্দ পালাক্রমে দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিকভাবে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করবেন।

তিনি আরও বলেন, কেউ যেন কোনভাবে পরিবেশ নস্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে । মাজার ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে।
উরুস মোবারককে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত সমন্বয় সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, র্যাব-৯, অধিনায়ক, ৩৪ বীর, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট, ইসলামিক ফাউন্ডেশন সিলেট, ইমাম সমিতি সিলেট, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, হযরত শাহ্পরাণ (রহঃ) সিলেট মাজার কমিটির সদস্যবৃন্দ এবং হযরত শাহপরাণ (রহঃ) মাজারের মোতাওয়াল্লী ও খাদেমসহ বিভিন্ন সংস্থার সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।