সিআইডি প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সিআইডি প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

২৬ আগস্ট ২০২৫ তারিখে ঢাকায় সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রতিনিধি দলের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন এফবিআই-এর অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে Mr. Robert J. Cameron এবং পুলিশ লায়জন স্পেশালিস্ট Mr. Mohammad Aminul Islam।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম বিভাগ ও সাইবার পুলিশ সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আইনগত সহায়তা (Mutual Legal Assistance) এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বৃদ্ধি। এছাড়াও সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ ও আর্থিক অপরাধ প্রতিরোধে যৌথ কর্মপদ্ধতি এবং ভবিষ্যতের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সভায় সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *