
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছেন। তাদের সঙ্গে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। এতে রাজধানীর ব্যস্ততম এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: “চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর”, “ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড”, “কোটা না মেধা, মেধা মেধা”।
এ আন্দোলনের পেছনে কারণ হিসেবে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) নেসকো কার্যালয়ে বুয়েটের ইইই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি শুরু করা হয়েছে।
বুয়েটের শিক্ষার্থী আবিদ বলেন, “সিনিয়র ভাইকে জীবননাশের হুমকি ও অপমান করার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
শিক্ষার্থীদের প্রধান তিন দফা দাবি হলো:
১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০০ শতাংশ কোটা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; এ ধরনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। এর ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে অবস্থান করছে।