অবৈধ সম্পদের মামলায় টেকনাফের সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে কারাদণ্ড

অবৈধ সম্পদের মামলায় টেকনাফের সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদের স্ত্রী আমিনা খাতুন (৫৫) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আমিনা খাতুন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, আমিনা খাতুন দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় ২৬ লাখ ৫৭ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে ভুয়া তথ্য প্রদান করেন। এছাড়া তিনি ৩১ লাখ টাকার বেশি সম্পদ তার বৈধ আয়-উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জন ও ভোগদখল করেন।

এই অভিযোগে ২০১৯ সালের ১ এপ্রিল দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

দুদক চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আমিনা খাতুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *