
চট্টগ্রামে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে প্রায় পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে , সকাল ৮টা ৩০ মিনিটে নগরের স্টেশন রোডে অবস্থিত মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দুটি ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।