শহরের সৌন্দর্য রক্ষায় ডিএনসিসির ২৫টি নতুন পোস্টার বোর্ড উদ্বোধন

শহরের সৌন্দর্য রক্ষায় ডিএনসিসির ২৫টি নতুন পোস্টার বোর্ড উদ্বোধন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ২৫টি স্থায়ী পোস্টার বোর্ড উদ্বোধন করেছেন প্রশাসক মোহাম্মদ এজাজ। এর মধ্যে ১০টি নতুন বোর্ড (আয়তন ৫ ফুট × ৮ ফুট) এবং ১৫টি সংস্কারকৃত বিদ্যমান বোর্ড (আয়তন ১৬-২৫ ফুট × ৫ ফুট) রয়েছে। অনুষ্ঠানটি আজ রাজধানীর আগারগাঁও তালতলা বাসট্যান্ডে অনুষ্ঠিত হয়।

প্রাথমিকভাবে শহরের বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও, পরবর্তীতে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পর্যায়ক্রমে পোস্টার বোর্ড স্থাপন করা হবে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, শহরে সৌন্দর্য রক্ষা ও বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে নির্দিষ্ট স্থানে পোস্টার লাগানোর জন্য বোর্ড স্থাপন করা হয়েছে। তিনি জানান, যেকোনো রাজনৈতিক বা বাণিজ্যিক পোস্টার বিনামূল্যে এই বোর্ডগুলোতে লাগানো যাবে।

প্রশাসক এও উল্লেখ করেন, যারা সিটি কর্পোরেশনের অনুমোদিত স্থানের বাইরে পোস্টার লাগিয়ে শহর নোংরা করবেন, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা করা হবে। এছাড়া নগরের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো: মঈন উদ্দিন এবং অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *