
ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক আয়াতউল্লাহ।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ওই শুনানিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
আয়াতউল্লাহ অভিযোগ করে বলেন, “আমি যখন বক্তব্য দিতে যাচ্ছিলাম, তখন রুমিন ফারহানা আমাকে ধাক্কা দেন। এরপর তার কিছু সমর্থক গুন্ডাবাহিনী আমাকে মাটিতে ফেলে ফুটবলের মতো লাথি মেরেছে। জামাকাপড় ছিঁড়ে ফেলেছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। তার সামনেই এভাবে আমাকে নির্যাতন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা দেশের গণতন্ত্রের জন্য লড়াই করছি। কিন্তু নির্বাচন কমিশনের মতো জায়গায় এভাবে হামলার শিকার হলে দেশের অন্য কোথাও নিরাপত্তা আশা করা যায় না। আমি সুষ্ঠু বিচার চাই। যদি বিচার না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত, কারণ তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন।”
বিজয়নগর নিয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, “আমি বিজয়নগরের অখণ্ডতা রক্ষার জন্য লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে জীবন দেব, কিন্তু বিজয়নগর এক থাকবে।”