
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে নতুন জাহাজ সংযোজন কার্যক্রমের অগ্রগতি দেখতে নৌপরিবহন ও শ্রম-কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন শুক্রবার চীনের জিংজিয়াং নানইয়াং শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড শিপইয়ার্ডে পরিদর্শন করেন।
বিএসসি নিজস্ব অর্থায়নে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার নির্মাণ করছে, যেগুলোর ধারণক্ষমতা ৫৫ হাজার থেকে ৬৬ হাজার ডেডওয়েট (ডিডব্লিউটি)। সম্প্রতি সরকারি অনুমোদনের পর এ প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।
শিপইয়ার্ড সফরকালে উপদেষ্টা নির্মাণকাজের অগ্রগতি, যন্ত্রপাতির মান, প্রযুক্তিগত দিক এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের সার্বিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।
উপদেষ্টা বলেন, “এই আধুনিক জাহাজ যুক্ত হলে দেশের নৌবহর আরও শক্তিশালী হবে। আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের সক্ষমতা বাড়বে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ হবে।”
পরিদর্শনকালে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, সরকারের সহযোগিতা ও নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় বহর সম্প্রসারণ প্রকল্প এগিয়ে যাচ্ছে। নতুন জাহাজ যুক্ত হলে দেশের বৈদেশিক বাণিজ্যে পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং নৌপরিবহন খাত আরও স্থিতিশীল ভিত্তি পাবে।