কায়রোতে কাঁচা নুডলস খাওয়ার পর কিশোরের মৃত্যু

কায়রোতে কাঁচা নুডলস খাওয়ার পর কিশোরের মৃত্যু

মিসরের রাজধানী কায়রোতে কাঁচা নুডলস খাওয়ার পর ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে খাদ্য নিরাপত্তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে এবং জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, হামজা নামে ওই কিশোর রাজধানীর এল-মার্গ এলাকার বাসিন্দা। কুরআন শেখার ক্লাস থেকে বাসায় ফিরে তিন প্যাকেট শুকনো নুডলস খাওয়ার পরপরই সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, খাবারের অল্প সময়ের মধ্যেই তার বমি, ঘাম ও তীব্র পেটব্যথা শুরু হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও অবশেষে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

চিকিৎসকরা প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা প্রকাশ করেন এবং কিশোরটিকে টক্সিকোলজি সেন্টারে পাঠানোর নির্দেশ দেন। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে। ময়নাতদন্তে তার শরীরে মাদক বা কোনো অবৈধ পদার্থের অস্তিত্ব পাওয়া যায়নি।

ঘটনার পর মিসরের পাবলিক প্রসিকিউশন নুডলস বিক্রেতা দোকানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট ব্র্যান্ডের নুডলসের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

ঘটনাটি ভাইরাল হওয়ার পর শুধু মিসরেই নয়, সমগ্র আরব বিশ্বে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালোভাবে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *