ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক

ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসহাক দার-এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৩ আগস্ট (শনিবার) বিকেলে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হাইকমিশনার মি. ইমরান হায়দার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অংশ নেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এড. মতিউর রহমান আকন্দ।

বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষই সম্পর্কের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আশাবাদী।

এছাড়া জানা গেছে, ২৪ আগস্ট (রবিবার) দুপুর ২টায় পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে তার বাসভবনে সাক্ষাৎ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *