
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শনিবার (২৩ আগস্ট) রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি)-এ রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, যারা ভোটকেন্দ্র দখল বা অস্ত্র ব্যবহার করে ভোটে জিততে চাইবেন, তাদের জন্য দুঃসংবাদ। তিনি সতর্ক করে বলেন, অনিয়ম করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল হবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ দিক। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক প্রভাবের নিচে নেই এবং রাজনৈতিক বিতর্কে অংশ নিতে চায় না। তবে, সরকার চাইলে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের দায়িত্ব কমিশনই নেবে।
সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ৭৭ হাজারের বেশি কর্মকর্তা মাঠে কাজ করেছেন। মৃত ভোটার চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে, এবং যোগ্য নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফাইনাল ভোটার তালিকা শিগগিরই প্রকাশিত হবে।
নির্বাচনের পদ্ধতি নিয়ে তিনি বলেন, সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। প্রয়োজন হলে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে চাপ পড়লে পদত্যাগের হুমকি দিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো চাপ নেই। এছাড়া, বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।