একসঙ্গে পদত্যাগ করলেন ৬ আওয়ামী লীগ নেতা

একসঙ্গে পদত্যাগ করলেন ৬ আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জের মুকসুদপুরে একসাথে পদত্যাগ করেছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ছয় নেতা। শুক্রবার (২২ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন:

  • ৩নং ওয়ার্ডের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. নিয়ামত খান
  • ২নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল হোসেন মুন্সী
  • ৩নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা
  • সাধারণ সম্পাদক শান্ত সাহা
  • ২নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম
  • আওয়ামী লীগ সমর্থক জয়ন্ত সাহা

এর আগে ২১ আগস্ট বৃহস্পতিবার আরও ৮ নেতা একই উপজেলার মধ্যে পদত্যাগ করেছিলেন।

লিখিত বক্তব্যে সাবেক পৌর কাউন্সিলর মো. নিয়ামত খান বলেন, “২২ আগস্ট থেকে আমাদের আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষায় আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *