
জামায়াতে ইসলামী বলেছে, তাদের দেওয়া শর্ত ও দাবি বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন
তিনি বলেন, “নির্বাচনের জন্য আমরা যেসব শর্ত দিয়েছি, সেগুলো নিশ্চিত করতে হবে। সরকার যদি তা মানে, তাহলে নির্বাচন হতে পারে, অন্যথায় নির্বাচন সম্ভব নয়।”
তিনি জানান, ফেব্রুয়ারিতে ভোট হলেও জামায়াতের আপত্তি নেই, এমনকি ডিসেম্বরে নির্বাচন হলেও তারা রাজি। তবে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ এখনো তৈরি হয়নি বলে দাবি করেন তিনি। আযাদ বলেন, “আমাদের এ উদ্বেগ নিরসনে কাজ চলছে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে।”
সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে সব পক্ষের মতামত গ্রহণের আহ্বান জানায় জামায়াত। আযাদ বলেন, “সন্ত্রাস ও অনিয়ম রোধে পিআর পদ্ধতি চালু করতে হবে। জনগণ চাইলে অবশ্যই এ পদ্ধতি বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, জামায়াত তাদের দাবি নিয়ে মাঠে থাকবে এবং একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও নেবে।