
কলকাতায় ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাতে শিয়ালদহ ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। এতে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক শিক্ষার্থী মোবাইলের যন্ত্রাংশ কিনতে গেলে দোকানদারের সঙ্গে দাম নিয়ে বিতর্ক হয়। তখন ব্যবসায়ী হিন্দিতে ওই শিক্ষার্থীকে গালি দেন এবং বাংলা ভাষায় কথা বলার কারণে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে হেনস্তা করেন।
পরবর্তীতে শিক্ষার্থীটি বন্ধুদের নিয়ে আবার দোকানে গেলে আরও কয়েকজন ব্যবসায়ী তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ছুরি ও বন্দুক দেখিয়ে শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা করেছে।
ঘটনার পর রাজনৈতিক নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। মুচিপাড়া থানা পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত করছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।