
মাননীয় প্রশাসক মহোদয়ের নির্দেশনা ও লিখিত অভিযোগের ভিত্তিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: জুলকার নায়নের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, অঞ্চল-৩ (মহাখালী) এর আওতাধীন ২০ নং ওয়ার্ডে অবৈধ হকার উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে মহাখালী টিবি গেট ও তৎসংলগ্ন এলাকায় রাস্তা ও ফুটপাথের অবৈধ দোকানপাট সরানো হয়েছে। বিশেষভাবে জাতীয় বক্ষব্যধি ও ক্যানসার হাসপাতালের প্রবেশ পথের অবৈধ দোকান উচ্ছেদ করে যান চলাচলের জন্য রাস্তাটি খোলা হয়েছে।
এ অভিযানে আনুমানিক ১০০ টি টং দোকান ও হকার দোকান অপসারণ করা হয়েছে। এ কার্যক্রমের ফলে স্থানীয়দের চলাচলে সুবিধা বৃদ্ধি এবং ফুটপাথ ও রাস্তার অবৈধ দখল মুক্ত করা সম্ভব হয়েছে।