চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

চাঁদপুর থেকে মোঃ আল আমিন রনি।

চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

প্রতিটি বৃক্ষরোপণ একটি প্রতিশ্রুতি, একটি সুস্থ সুন্দর পৃথিবীর জন্য’ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে এই স্লোগান নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আর্থিক অনুদান প্রদান, ত্রাণ সামগ্রিক বিতরণ, শীতবস্ত্র বিতরণ ও উপহার সামগ্রি প্রধানসহ নানান কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মদনা দাখিল মাদ্রাসা, গাজীপুর হরিপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা, চান্দ্রা চৌরাস্তা দক্ষিণ বালিয়া বাখরপুর হামিদিয়া মাদ্রাসা, চান্দ্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুল, ফল, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন এর সদস্যবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা সদস্য মাওলানা সালাহ উদ্দিন চাঁদপুরী, প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউল হক মিলন, শাহজালাল পাটোয়ারী, মনির হোসেন, মোস্তাফিজুর রহমান, স্থায়ী সদস্য নুর মোহাম্মদ পাটওয়ারী আঃ কাদিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

চান্দ্রা বাজার মানোকল্যাণ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সাধুবাদ জানিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনের সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *