
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, খবর পাওয়ার পর নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে একটি বাসে গ্যাস রিফিল করার সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। পরে তা দ্রুত ছড়িয়ে গিয়ে বাসসহ পাশে রাখা নয়টি অটোরিকশা আগুনে পুড়ে যায়।
তবে সৌভাগ্যবশত গ্যাস পাম্পের মূল মজুদে আগুন লাগেনি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ভয়াবহ বিস্ফোরণ থেকেও রক্ষা পেয়েছে পুরো এলাকা।