কেরানীগঞ্জে বুড়িগঙ্গা তীর দখলমুক্ত অভিযানে সাবেক প্রতিমন্ত্রীর বাগানবাড়ি উচ্ছেদ

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা তীর দখলমুক্ত অভিযানে সাবেক প্রতিমন্ত্রীর বাগানবাড়ি উচ্ছেদ

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রথম দিনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অনধিকার বাগানবাড়ি ধ্বংস করা হয়েছে। অভিযানে প্রায় দেড় একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কাউটাইল মৌজার কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নদীর তীরে তৈরি তিনটি দোতলা ভবন এবং এক ডকইয়ার্ডের প্রায় ২০০ ফুট সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়।

অভিযানে অংশ নেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, ঢাকা নদীবন্দর থেকে উপপরিচালক আবু সালেহ এহতেশাম, ভৈরব নদীবন্দর থেকে উপপরিচালক নুর হোসেন, এবং মেঘনা নদীবন্দর থেকে উপপরিচালক রেজাউল করিম।

ঢাকা নদীবন্দরের উপপরিচালক আবু সালেহ এহতেশাম জানিয়েছেন, সকাল থেকে অভিযান চালানো হয়েছে এবং এটি দুই দিন ধরে চলবে। দুপুরে খারাপ আবহাওয়ার কারণে কাজ বন্ধ রাখতে হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষার উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, প্রভাবশালী ব্যক্তিরা হলেও কেউ ছাড় পাবেন না। আগামীকাল কাউটাইল ও দোলেশ্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের এই বাগানবাড়ি উচ্ছেদের মাধ্যমে অভিযান শুরু হয়েছে, এবং ভবিষ্যতেও আরও অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *