গণঅভ্যুত্থানের পর কলকাতার নিউ টাউনে অবস্থান করছে পলাতক আওয়ামী দলীয় নেতারা

গণঅভ্যুত্থানের পর কলকাতার নিউ টাউনে অবস্থান করছে পলাতক আওয়ামী দলীয় নেতারা

গণঅভ্যুত্থানের পর সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী সরকারের কয়েকজন মন্ত্রী-এমপি ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, যারা ভারতে গেছেন, তাদের বেশিরভাগই কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন।

সংবাদমাধ্যমটি সাবেক এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী এম রাফাতের সঙ্গে কথা বলেছে। ঢাকার এক তরুণ এমপি জানান, তিনি দিল্লিতে গিয়ে মাথার চুল বৃদ্ধির চিকিৎসা করিয়েছেন। কক্সবাজারের একজন সাবেক পলাতক এমপি বলেন, তিনি ও আরেক এমপি একটি ফ্ল্যাটে থাকেন, নিয়মিত নামাজ আদায় করেন, জিম করেন এবং প্রয়োজন হলে নিজেরাই রান্না করেন।

নিউ টাউন কলকাতার উপকণ্ঠে একটি দ্রুত বর্ধনশীল পরিকল্পিত শহর। এখানে প্রশস্ত রাস্তা, অ্যাপার্টমেন্ট ভাড়া সহজলভ্য, শপিং মল, জিম এবং নেতাজি সুবাস চন্দ্র বোস বিমানবন্দরের নিকটবর্তী সুবিধা রয়েছে। এসব কারণে পলাতক আওয়ামী নেতারা এখানে অবস্থান করছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন, যেখানে নিয়মিত আওয়ামী নেতারা মিলিত হন। প্রতিদিন সন্ধ্যায় তারা অনলাইনে দলের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হন এবং সপ্তাহে কামাল দিল্লিতে গিয়ে দলীয় ও ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *