ফরিদগঞ্জ উপজেলা থেকে মোঃ আব্দুল হাই মুনশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্মসূচি পালন করেছে।


ফরিদগঞ্জ আল মদিনা হসপিটাল সংলগ্ন থেকে কর্মসূচি শুরু হয়ে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাসির পাটোয়ারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটোয়ারী।
এছাড়াও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হাই মুন্সী, ১৬ নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল কাদের, ১৫ নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ এবং ১৫ নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক সজীব আনোয়ার।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির অংশ হিসেবে গাছ রোপণ ও রাস্তার ময়লা পরিষ্কারের সমস্ত কর্মসূচি সম্পূর্ণ করেছে।