
আসন্ন এশিয়া কাপ সামনে রেখে আগস্টের প্রথম সপ্তাহে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিয়ম অনুযায়ী আগামী ২২ আগস্টের মধ্যে আইসিসিকে ১৫ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে।
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডে তেমন চমক না থাকলেও আলোচনায় আছেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি সোহান। তবে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত খেলেছেন এবং ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন। সর্বশেষ তিনি ওয়ানডে ও টেস্টে বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালে। বর্তমানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন তিনি।
সোহান জানিয়েছেন, জাতীয় দলে খেলা তার শৈশবের স্বপ্ন এবং সুযোগ পেলে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। তার ভাষায়, “বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক বড় সম্মানের বিষয়। ছোটবেলা থেকেই সেই স্বপ্ন দেখে আসছি। এখনো সেই স্বপ্ন বহন করছি। যদি সুযোগ পাই, নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করব।”
অন্যদিকে ভারত ও পাকিস্তান ইতিমধ্যেই নিজেদের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ দল মাঠে নামার আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে।