
কুয়েতের নিরাপত্তা বাহিনী ১৪ জন প্রবাসী নারীকে ভিক্ষাবৃত্তির অভিযোগে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান ও ১ জন সিরিয়ান।
শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান পরিচালনা করে। এছাড়া জাতীয় সংবাদমাধ্যমে আটককৃতদের পরিচয়সহ খবর প্রকাশ করা হয়েছে।
সংবাদে বলা হয়েছে, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে, দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য ছিল ভিক্ষাবৃত্তি রোধ করা এবং আবাসিক ও শ্রম আইন প্রয়োগ নিশ্চিত করা।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২-এর অধীনে, ভিক্ষাবৃত্তিতে যুক্ত ব্যক্তি ও তাদের পৃষ্ঠপোষক উভয়ের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সংবাদমাধ্যমে ছবিসহ খবর প্রকাশের মাধ্যমে কর্তৃপক্ষ আশা করছে, ভবিষ্যতে ভিক্ষাবৃত্তির প্রবণতা কমবে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এই ধরনের অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চলমান থাকবে।