বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডঃ আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেন। বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এসময়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সৌদি আরব সরকারকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি আশাবাদ প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও মজবুত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *