বিদেশে বাংলাদেশের মিশনগুলো সব থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের মিশনগুলো সব থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট এবং কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিশ্বের প্রায় ৮০টি মিশনের মধ্যে ৭০টিতে ইতোমধ্যেই রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছে। অবশিষ্ট মিশনগুলো থেকেও দ্রুত ছবি সরাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এর আগে রাষ্ট্রপতির ছবি রাখা বা না রাখার বিষয়ে কোনো স্পষ্ট নীতি ছিল না। এ বিষয়ে কেবিনেট ডিভিশনই চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারবে বলেও তিনি মন্তব্য করেন।

কিছু মিশন জানিয়েছে, তারা গত পরশু সন্ধ্যায় টেলিফোনের মাধ্যমে এই নির্দেশনা পেয়েছেন। কোনো লিখিত চিঠি বা ই-মেইল না পেলেও, অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের মাধ্যমে মৌখিকভাবে নির্দেশটি পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিকে গুরুত্বহীন উল্লেখ করে তা নাকচ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

উল্লেখ্য, ৫ আগস্টের পর ৮ আগস্ট নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। এরপর বড় বড় মিশনগুলো আগেই রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলে। তবে কিছু মিশন থেকে ছবি না সরানোর কারণে অতিরিক্তভাবে মৌখিক নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *