ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাকাটাকাটির কারণে ঘণ্টাব্যাপী সংঘর্ষ ঘটেছে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা সংঘর্ষে আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের দুই যুবকের মধ্যে কয়েকদিন আগে ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে বাক্যবিনিময় হয়েছিল। কমেন্টে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে দুই ভাগে ভাগ করে, ৩টি ইউনিয়নকে (বুধন্তি, হরষপুর ও চান্দুরা) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এবং বাকি ৭টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রাখার বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

বিভিন্ন ইউনিয়নকে একত্র রাখার পক্ষ ও বিপক্ষের মধ্যে তর্কবিতর্ক চলতে থাকে। এই ঘটনার রেশ ধরে তৃতীয় দিনে অক্ষি গোষ্ঠীর দানা মিয়া বুধবার রাতে ৭০ বছর বয়সী আরজু মিয়াকে মারধর করেন। এ ঘটনার জেরে শনিবার সকালেই অক্ষি গোষ্ঠী ও পাঠান গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত মারামারির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আহতরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *