
চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টা করায় ছয় যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকালে আন্দরকিল্লা থেকে শুরু হওয়া শোভাযাত্রা চলাকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, জন্মাষ্টমীর শোভাযাত্রায় ৫-৬ জন যুবক প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টা করলে আয়োজকরা তাদের শনাক্ত করে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আন্দরকিল্লা থেকে শোভাযাত্রা শুরু হয়ে লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন ও চেরাগি মোড় প্রদক্ষিণ করে জে এম সেন হলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।