
নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ-মাহফিল চলাকালীন পুলিশ তিনজনকে আটক করেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাত বাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন নিজাম উদ্দিন, যিনি মসজিদের ইমাম; নজরুল ইসলাম, যিনি মুয়াজ্জিন; এবং মো. করিম, যিনি ইউনিয়ন যুবলীগের সদস্য।
মিলাদ মাহফিলটি স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত হয়। সকাল ও দুপুরের কার্যক্রমের পরে বিকেল সোয়া ৫টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। এই ভিডিও প্রশাসনের নজরে আসার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলাদ ও দোয়া মাহফিলটি শান্তিপূর্ণভাবে চলছিল। তবে, ভিডিও ফেসবুকে প্রকাশিত হওয়ার কারণে স্থানীয় প্রশাসন বিষয়টি নজরে আনে এবং নিরাপত্তার কারণে অভিযান চালায়। ঘটনায় স্থানীয় প্রশাসনের পদক্ষেপে কিছুটা উত্তেজনা তৈরি হয়। পরে স্থানীয় যুবদল এবং জামায়াতের যুব সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বলেছে, তারা ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।