
অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি সাবেক অধিনায়ক ও প্রথম পূর্ণকালীন প্রধান কোচ বব সিম্পসন আর নেই। সিডনিতে ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সিম্পসন কেবল একজন অসাধারণ ব্যাটারই ছিলেন না, বরং ছিলেন দলের কাঠামো ও শৃঙ্খলা গঠনের অন্যতম কারিগর। ১৯৫৭ থেকে ১৯৭৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬২টি টেস্টে ৪৬.৮১ গড়ে রান করেন এবং ৭১ উইকেট নেন। তিনি ছিলেন সেরা স্লিপ ফিল্ডারদের একজন।
অধিনায়ক ও কোচ হিসেবে তার অবদান অসাধারণ। ১৯৮৬ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেট ভরাডুবির সময় কোচ হিসেবে দায়িত্ব নেন এবং দেশকে শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম নির্ভর সংস্কৃতি গড়ে তোলেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ১৯৮৭ বিশ্বকাপ জয়, ১৯৮৯ সালে অ্যাশেজ পুনরুদ্ধার এবং ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বের সেরা টেস্ট দল হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেছেন, “বব সিম্পসন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম মহান কিংবদন্তি। তার নেতৃত্ব ও দূরদর্শী কোচিং আমাদের সোনালী যুগের ভিত্তি তৈরি করেছে।”
সিম্পসন আইসিসি হল অব ফেম ও অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত এবং ২০০৭ সালে ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’ সম্মাননায় ভূষিত হন।