
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার বিকেলে আনন্দবাস ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীন আনন্দবাস বিওপির বিশেষ টহল দলের সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।
জাহাঙ্গীর শেখ মুজিবনগর উপজেলার আনন্দবাসী গ্রামের মৃত আফসার শেখের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আনন্দবাস সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার করা হবে। পরে দুপুরে সীমান্তের মেইন পিলার ৯৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘাসের একটি বস্তা নিয়ে আসা জাহাঙ্গীরকে ধাওয়া করে আটক করা হয়।
তল্লাশিতে পাঁচটি প্যাকেটের মধ্যে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫১ হাজার ডলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ওই ডলার ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল।
মুজিবনগর থানায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ মামলা দায়ের করেছেন। আটক আসামি থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
LeonBet belohnt dich f�r jede Aktivit�t mit Treuepunkten.