
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ জন বাংলাদেশি আটকা পড়েছেন। ঢাকা থেকে বিমানযোগে কুয়ালালামপুরে পৌঁছলেও তারা দেশে প্রবেশের অনুমতি পাননি।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। এই সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন। পরে তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।
একেপিএস জানিয়েছে, ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ প্রদর্শন করতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশ অনুমোদিত হয়নি। এই ব্যক্তিরা পর্যটন ভিসা ব্যবহার করে অবৈধভাবে কাজ বা অবস্থানের পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালানো হবে।