বঙ্গবন্ধুর স্মরণে কাঙালি ভোজ , খিচুড়ি নিয়ে গেল পুলিশে

বঙ্গবন্ধুর স্মরণে কাঙালি ভোজ , খিচুড়ি নিয়ে গেল পুলিশে

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের খিচুড়ি জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শহরের পূর্ব দাশড়া এলাকায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের বাসভবনে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে কাঙালি ভোজের জন্য রান্না করা খিচুড়ি পরিবেশনের প্রস্তুতি চলছিল। কিন্তু পুলিশ এসে খাবারগুলো জব্দ করে নিয়ে যায়।

এ বিষয়ে মফিজুল ইসলাম খান কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “১৫ আগস্ট জাতীয় শোক দিবস। নৈতিক দায়িত্ব থেকে দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছে। বাকিটা… ইতিহাস।”

তিনি আরও বলেন, “একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী পালন করার অধিকার আমার আছে। কিন্তু পুলিশ আমাকে বাধা দিয়েছে এবং খিচুড়ি তুলে নিয়েছে।”

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ জানান, “আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। রান্না করা খাবার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *