
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকাল ৬টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইসমাইল হোসেনের তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় আরও একটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি তিনতলা ভবনের ছাদ থেকে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন। পরে তিনি ছাদ থেকে লাফ দেন এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি ৯ মিমি পিস্তল, ৫টি এলজি, ২১টি কার্তুজ এবং ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করে সেনাবাহিনী।
কংচাই মারমা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাস সৃষ্টি করছিল এবং তার বিরুদ্ধে একাধিক অপহরণের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস দমন অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।