
শরীয়তপুরে এক মুমূর্ষু নবজাতককে বহনকারী ঢাকাগামী অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে। এতে অক্সিজেন স্বল্পতায় পথেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম সম্প্রতি শরীয়তপুর শহরের নিউ মেট্রো ক্লিনিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটি শ্বাসকষ্টে ভুগতে থাকলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
রাত আটটার দিকে একটি ঢাকাগামী অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। কিন্তু পথে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়িটি আটকান। তারা দাবি করেন, তাদের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়ি ঢাকায় যেতে পারবে না। একপর্যায়ে চালকের কাছ থেকে চাবি কেড়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর নবজাতকের মৃত্যু হয়।
শিশুটির স্বজনদের অভিযোগ, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং বাধা দেওয়ার কারণে অক্সিজেন সাপোর্ট বন্ধ হয়ে যায়। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন জানান, অভিযোগ পেলে বা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ ব্যবস্থা নেবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।